Friday, February 22, 2013

The Next Phase of Human Evolution

স্বাগতম!
হয়তো আগেই থেকেই আপনি অবহিত রয়েছেন, তারপরও এই লেখাটি পড়ার ভেতর দিয়ে, নতুন করে মানব সভ্যতার ক্রমবিকাশে পদার্পনে ষষ্ঠ ইন্দ্রিয়ের ব্যবহার বিষয়ে নতুন করে জানার এই  প্রয়াসে আপনাকে আগাম অভিনন্দন।

আমাদের দৃঢ় বিশ্বাস এই লেখাটি আপনি মনোযোগ (মন+) দিয়েই পড়ছেন। অর্থাৎ, চোখ দিয়ে আপনি এই লেখাটি রিসিভ করছেন। অড়্গরগুলো চলে যাচ্ছে আপনার ব্রেইনে। আপনি লেখার বিষয়টি বুঝে যাচ্ছেন। চোখ নামক দৈহিক যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে আপনার মন। এই মন কখনোই ফিজিক্যাল কোন ডাইমেনশনে থাকে না। এর অবস'ান আধ্যাত্মিক জগতে। তবে যেখানেই থাকুক না কেন মনটা আপনারই এবং সেই মনটি আপনি নিজে। কারণ চোখ বদলে ফেলা যায়, কিডনি, লিভারও অন্যেরটা শরীরে লাগিয়ে নেয়া যায়। হাত, পা যন্ত্রের তৈরি করা যায়। গবেষণা চলছে হৃৎপিন্ড বদলের কিংবা কৃত্রিম হৃৎপিন্ড প্রতিস'াপনের। আপনার শরীর সকল কিছু বদলে যন্ত্রের কিংবা অন্যের হলেও আপনি আপনিই থেকে যাবেন, অন্য কেউ হয়ে যাবেন না। কিন' মনটা কি বদলে ফেলা যাবে? যাবে না। আর যদি আধুনিক বিজ্ঞান এটাকে বদলে ফেলার ব্যবস'া করেই ফেলে তাহলে আপনি আর আপনি থাকবেন না, হয়ে যাবেন অন্য কেউ। অর্থাৎ, আবারো বলতে হচ্ছে আপনার যে মনটা, সেটাই আপনি; চোখ, কান, নাক, জিহবা, ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় আপনার বাহ্যিক ব্যবহারের যন্ত্র মাত্র। আপনি নন।

আপনি, অর্থাৎ আপনার এই মনটা  কোথায় থাকে, দেখতে কেমন এর রং কি রকম এসব নিয়ে বিজ্ঞানীদের ভাবনার অনত্ম নেই। এটা যে রয়েছে তাতে কারো কোন সন্দেহ নেই। কিন' কোথায় রয়েছে  তা আজও অজানা। শত শত বছর ধরে এ নিয়ে গবেষণা চলছে। গত শতাব্দীর প্রথম ভাল জার্মানীর একজন বিজ্ঞানী মনের সন্ধানে গবেষণা শুরম্ন করেন ব্রেইন নিয়ে। তিনি আবিষ্কার করেন ব্রেইনের নিজস্ব একটি ফ্রিকোয়েন্সি আছে এবং তা ওঠা নামা করে। ব্রেইন ফ্রিকোয়েন্সি কমিয়ে মনকে নিজের ইচ্ছেমত ব্যবহার করা যায়। যারা জিনিয়াস তারা মনকে কোন সুনির্দিষ্ট কাজে ব্যবহার করতে পারেন। ব্রেইন ফ্রিকোয়েন্সি কমানোর বিষয়টি নিয়ে গবেষণা শুরম্ন করেন আমেরিকান বিজ্ঞানী হোঁজে সিল্‌ভা। দীর্ঘ ২২ বছরের গবেষণায় তিনি উদ্ভাবন করেন মাইন্ড ট্রেনিং পদ্ধতি। প্রাথমিক পর্যায়ে বিএলএস পদ্ধতিতে মাইন্ড ট্রেনিং শুরম্ন হয়। ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বাংলাদেশে এই পদ্ধতিটি প্রবর্তন করেন শ্রদ্ধেয় মাহী কাজী। এদিকে হোঁজে সিল্‌ভার গবেষণা থেমে থাকেনি। তাঁর দীর্ঘ ৫৫ বছরের গবেষণার সর্বশেষ ফসল সিল্‌ভা আল্ট্রামাইন্ড ইএসপি সিস্টেম। শ্রদ্ধেয় মাহী কাজী দেহত্যাগ করার পর, তাঁরই যোগ্য উত্তরসুরী সৈয়দ হারম্নন এখন বাংলাদেশে সিল্‌ভা আল্ট্রামাইন্ড ইএসপি সিস্টেম প্রশিড়্গণ দিচ্ছেন। আমেরিকার টেক্সাসে অবসি'ত ‘সিল্‌ভা  আল্ট্রামাইন্ড ইন্টারন্যাশনাল ইন্‌ক’ থেকে একমাত্র তিনিই এই সিস্টেমের বৈধ বাংলাভাষার আনত্মর্জাতিক প্রশিড়্গক এবং বাংলাদেশের কান্ট্রি সুপারভাইজার। সিলভা আল্ট্রামাইন্ড ইএসপি সিস্টেম বিশ্বব্যাপী আত্মউন্নয়নের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি যার মাধ্যমে বিশ্বের ১২০টি সেন্টার থেকে লড়্গ কোটি মানুষ উপকৃত হয়েছেন এবং হচ্ছেন। এই মাইন্ড ট্রেনিং এর মাধ্যমে আপনি দ্রম্নত ব্রেইন ফ্রিকোয়েন্সিকে একটি সুনির্দিষ্ট ধাপে নামিয়ে আপনার মনকে ব্যবহার করতে পারবেন কাঙ্খিত কাজে। আপনার এই আধ্যাত্মিক বিষয়টি আপনার ফিজিক্যাল ডাইমেনশনের যে কোন অঙ্গের চেয়ে বহুগুণ শক্তিশালী। এটি ব্যবহার করে আপনি আপনার জীবনকে সাজিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। সস্বাস'্য, পারষ্পরিক সম্পর্কের উন্নয়ন, কর্মড়্গেত্রে উন্নতি কিংবা সাফল্য, সঠিক সময়ে সঠিক সিদ্ধানত্ম নেয়া, সবই সম্ভব হবে মনকে ব্যবহার করে। টেনশন নিয়ন্ত্রণ, মাইগ্রেণ, ব্যাথা উপশম, ড়্গত শুকানো, বদ অভ্যাস বা ড্রাগ আসক্তি দূর করা, স্বপ্নকে বুঝতে পারা এবং তার কার্যকর ব্যবহার, সৃজনশীল ড়্গমতা বৃদ্ধি, স্মরণ শক্তির উন্নয়ন ঘটিয়ে ফলপ্রসু ব্যবহার যা লেখাপড়ায় উন্নতি, খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য শারীরিক ও মানসিক দড়্গতা বৃদ্ধি, লড়্গ্য সি'র করা এবং সফল ভাবে সমস্যার সমাধান, ঘুম নিয়ন্ত্রণ, মাথা ব্যাথা নিয়ন্ত্রণ, স্বপ্ন নিয়ন্ত্রণ, ব্যাথা নিয়ন্ত্রণ, ওজন নিয়ন্ত্রণ, পড়া এবং পরীড়্গায় ভালো ফলাফলের কৌশল, সনত্মানের লেখাপড়ায় উন্নতি এর সবই সম্ভব আপনার মনে শক্তিকে কাজে লাগিয়ে।

মনের শক্তিকে কাজে লাগাতে প্রয়োজন মাইন্ড ট্রেনিং। মাইন্ড ট্রেনিং এর সর্বশ্রেষ্ঠ পদ্ধতি সিল্‌ভা আল্ট্রামাইন্ড ইএসপি সিস্টেম। এমকিউ মিশন বাংলাদেশে এই পদ্ধতি শেখানোর একমাত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকেই প্রশিড়্গণ দিচ্ছেন বাংলাভাষায় সিল্‌ভা আল্ট্রামাইন্ড ইএসপি সিস্টেমের আনত্মর্জাতিক প্রশিড়্গক এবং বাংলাদেশের কান্ট্রি সুপারভাইজার সৈয়দ হারম্নন।

মাত্র তিন দিনের এই কোর্সে অংশগ্রহণ করে আপনিও শিখে যাবেন মাইন্ড ট্রেনিং এর পদ্ধতি মনকে ব্যবহার করে পেয়ে যাবেন কাঙ্খিত সাফল্য। কাজেই আপনি অংশগ্রহণ করম্নন। আপনার স্বজন,  সুহৃদ, শ্রদ্ধার কিংবা স্নেহের মানুষদের উৎসাহিত করম্নন মাইন্ড ট্রেনিং এর এই সর্বশ্রেষ্ঠ  কোর্সটি সম্পন্ন করতে। আপনাকে এবং আপনার সকল আপনজনকে সিল্‌ভা আল্ট্রামাইন্ড ইএসপি সিস্টেম কোর্সে অংশ নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
জীবনের বাকি সময়টুকু হোক, আপনার জীবনের শ্রেষ্ঠ সময়ি।


For more information about our headquarter and the course as well 
please Click here.



How UltraMind system (Meditation / Mind Training) can make you perfect to achieve your expected goal with the help of Higher Intelligence…..


Discover how simple changes can enhance your mood; sharpen focus, overcome anxiety and debilitating conditions, bipolar disorder, insomnia and autism.
  • Unlock your mind power and achieve whatever your sincere desire
  • Activate your body's natural healing intelligence
  • Achieve a sharp, focused and happy brain
  • Improve your memory, feel calm and in control



Before going through the above you should learn some basic points.

Can you answer "YES" to any of the following questions?

  • Are you depressed, feel down and don't have the desire to do anything?
  • Do you struggle concentrating on tasks?
  • Do you find it hard to remember people's names or where you left your keys?
  • Do you frequently get anxious or stressed or become angry?
  • Do you have a foggy mind?
  • Don’t you have own control over your MIND and BODY?
  • Do you feel stress in your activities?
  • Do you have insomnia problem or sleep disorder?
  • Are you over-weighting?
  • Have you worried about your kids?
  • Is he/she inattentive in his/her study?
  • Has he/she any bad habit?
If so, please do not feel tension, we are here to assist you or your beloved kids in a better way. Click here to know more.


Obesity is obvious. You can't hide it. But mental illness and memory loss is suffered silently, hidden from view. Yet it touches nearly every one either directly or indirectly; personally or through family members and friends.

Most of us have been touched by this epidemic of broken brains, which deprives children of their future, the elderly of their past, and adults of their present. It affects:
  • Over one billion people worldwide,
  • One in six children,
  • One in two elderly,
  • And will cripple one in four people during his or her lifetime. 

It is shown in a research that:

  • Psychiatric disorders affect 26 percent of our adult population 
  • Forty percent or 12 million children have some type of psychiatric disorder 
  • Forty million people have anxiety
  • Twenty million people have depression.
  • One in ten Americans takes an anti-depressant
  • One in ten children or (8 million) take stimulant medications like Ritalin
  • Autism rates have increase to 1 in 166 children
First, you please make your environment silent and go through this site to learn more and know how can you benefit from this course or you can go directly to know about the achievements of the graduates those who have completed this course already. Please Click here.
If you need any type of counseling for any of the above issue please do not hesitate and make a call. We are here to assist you in a better way....

May the rest of your life, be the best of your life
 

For more information about our headquarter and the course as well 
please Click here.

 

No comments: