Testimonials

অসাধারণ প্রশিক্ষণ। সত্যিকারের আদর্শ মানুষ হতে শেখায়। প্রশিক্ষকের এই বিষয়ে গভীর জ্ঞান রয়েছে। প্রশিক্ষকের কারণে এই মহত্তম বিদ্যাটি সহজে আয়ত্ত করতে পেরেছি। কোর্স করার পর মনে হয়েছে অসম্ভব বলে কিছু নেই। 
- নাজমুল আহসান চৌধুরী, অবসরপ্রাপ্ত সচিব 
মনের অপরিসীম ক্ষমতাকে এভাবে জাগিয়ে দেবার মত আর কোন কোর্স সম্ভবত নেই। জানলাম আমার মনের শক্তিকে ব্যবহার করে মহাবিশ্বের যে কোন তথ্য আমি জানতে পারি। সত্যিই আমি বিস্মিত।
- প্রফেসর জাকির হোসেন হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয় 

একজন মানুষের সুস'তার জন্য যেমন ঔষধের প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন সঠিক মেডিটেশনের, আধুনিক মেডিকেল সাইন্স তাই বলছে। এই কোর্স করে বুঝলাম এর ব্যাপকতা। যে কোন ধরণের সুস'তার জন্য আল্ট্রামাইন্ড কোর্স খুবই ফলপ্রসু।  
- ডাঃ মোসত্মাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা

এই কোর্সে ধর্মীয় অনুভূতি এবং আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। ধার্মিক মনন স্রষ্টার প্রতি অনুগত হতে শেখায়। শেখায় কী করে মনোযোগের সাথে এবাদত করা যায়। 
- ড. মুফতি মোহাম্মদ ফারুক, বিভাগীয় প্রধান ও ডীন, সাউথ ইষ্ট ইউনিভার্সিটি, ঢাকা

কোর্সের বিশেষত্ব হচ্ছে, লেখাপড়ার ক্ষেত্রে খুবই কার্যকরী এক প্রশিক্ষণ। শিক্ষার্থীরা খুব সহজে আয়ত্ত করতে পারে। আল্ট্রামাইন্ড কোর্সের টেকনিক প্রয়োগের মাধ্যমে লেখাপড়ায় ব্যাপক উন্নয়ন ঘটানো সম্ভব। - সিষ্টার আশা ভি গোমেজ, প্রিন্সিপাল, গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা  


স্রষ্টার সীমাহীন ভান্ডার সম্পর্কে চমৎকার বৈজ্ঞানিক বিশ্লেষণ পাওয়া যায় এই কোর্সে। শারীরিক, মানসিক ও মেধা উন্নয়নে আপনি যা পেতে চান, তাই পাবেন।
- ইলিয়াস কাঞ্চন
, চিত্র নায়ক

পজেটিভ চিনত্মা করার শক্তি বৃদ্ধি পেয়েছে, আমার ঘুমের সমস্যা দূর হয়ে গেছে। ঘাড়ে ও কাঁধে ব্যথা ছিল কমে গেছে। 
- মাহফুজা ইসলাম নীলা 

আমার মানসিক অবস'ার উন্নতি সহ সিদ্ধানত্ম নিতে এবং আত্মবিশ্বাসের ব্যাপক উন্নতি হয়েছে। থ্রি-ফিংগার টেকনিক ব্যবহার করে যাওয়া এবং আসার পথে অনেক সুবিধা হয়েছে। বাসায় ফিরার পথে থ্রি-ফিংগার করার পরেই একটা মাইক্রোবাস আমার বাসার কাছে যাওয়ার জন্য যাত্রী খুঁঁজছিল এবং আমি সুযোগটা নিয়ে নেই। আবারো থ্রি-ফিংগার করি রাসত্মায় যেন কোন সমস্যা না হয় তার জন্য এবং সমস্যা হয় নাই।
- মোঃ নুরুল ইসলাম সরকার, ব্যবসায়ী, ঢাকা

ভাল লাগছে, নিজেকে আগের চেয়ে অনেক বেশী সুসংঘটিত ও আত্ম-বিশ্বাসী মনে হচ্ছে।
- মেজর (অবঃ) এম এ এরশাদ ভূইয়া, হেড, এইচ আর, বেক্সিমকো লিঃ

আমার খুব ভাল লাগছে, শারীরিক ও মানসিক ভাবে খুব ভালবোধ করছি, রাগ কমেছে ও মানসিক অবস'ার উন্নতি হয়েছে। আমার ছেলে খেতে চাইতো না, তাকে খাওয়াতে পেরেছি এবং মোবাইল ধরে অজানা ব্যক্তি সম্পর্কে বলতে পেরেছি।
- পাপিয়া রহমান, গৃহিণী

শারীরিক, মানসিক স্বাস'্য উন্নয়নের জন্য আমি মনে করি এই কোর্স জরুরী। আমার নিজের স্পন্ডালাইসিস্‌ এর ব্যাথা অনেক কমে গেছে।
- ডা. রোমেলা মির্জা, গাইনোকোলজিষ্ট, সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা

মনে এক ধরণের শানিত্ম অনুভব করছি। আধ্যাত্মিক শক্তি আরো বেশি অনুভব করতে পারছি। কোর্সটি করে খুবই সার্থক মনে হয়েছে।
- দীপা দত্ত, এক্সিকিউটিভ, বাংলা লিংক

খুবই ভালো লেগেছে। আরো আগে এই কোর্স করার দরকার ছিল। এলার্ম ছাড়া ঘুম থেকে উঠা এবং থ্রি-ফিংগার করে জ্যামে না আটকে নিরাপদে বাসায় যেতে পেরেছি।
- ফরহাদ হোসেন আজাদ, ব্যবসায়ী, ঢাকা

মনের এ বিশাল জগত সম্পর্কে অনেক কিছু জানলাম। মানুষের এই ক্ষমতা সম্পর্কে আগে কোন ধারণাই ছিল না।
- সৈয়দ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আমার মতে এ কোর্স যথেষ্ট ফলপ্রসু হবে যদি তা যথাযথ ভাবে অনুশীলন করা যায়। প্রশিক্ষক অত্যনত্ম দক্ষতার সাথে মানুষের জীবন সম্পর্কিত বিভিন্ন ঘটনার উল্লেখ করে কোর্সের বিষয়বস'কে প্রশিক্ষণার্থীদের মাঝে সহজ করে উপস'াপন করেন, যা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে।
- সৈয়দা তাসলিমা বিন্‌তি নূর, শিক্ষক, মানারাত ইন্টা. স্কুল ও কলেজ, ঢাকা

কোর্সটি করে আমি ঝধঃরংভরবফ ও আনন্দিত। তবে মনে হচ্ছে যে, যদি আমি কোর্সটি আরো আগে করতে পারতাম তাহলে খুব ভাল হতো। প্রশিক্ষকের ধৈর্য প্রশংসনীয়। তিনি প্রশ্ন করলে কোন রকম বিরক্তি প্রকাশ না করে তার উত্তর দিয়েছেন, প্রয়োজনে বিভিন্ন গল্পের উদাহরণ দিয়ে তাকে সহজ করে দিয়েছেন। এটা আমার খুবই ভালো লেগেছে।
- রোমানা ইয়াসমীন চাঁদনী, ছাত্রী




I realized a different dimension of life exists. I never believe in spiritual things, but now I do. My faith in almighty ALLAH is stronger and I believe I have a reason to have on earth.

- Dr. Tasnim Khandakar, Bangladesh Medical College & Hospital, Dhaka

কোর্স করে আমার কী যে ভালো লেগেছে তা লিখে বুঝাতে পারবো না। আরো অনেক আগে কোর্সটা করা উচিত ছিল। তবে দেরি করে হলেও কোর্সটি যে করতে পেরেছি তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।
- রিনা মাহামুদ, গৃহিনী, ঢাকা

 কোর্স করে আমার মানসিক শক্তি বৃদ্ধি পেয়েছে। পজিটিভ চিনত্মাধারা অর্জন করেছি।
- জুলফিয়া ইসলাম


অনুভূতি বর্ণনাতীত। অসাধারণ একটি বিষয় যা এতদিন জানা ছিল না। বায়োলজিক্যাল ক্লক সেট করার মাধ্যমে ইচ্ছা মত ঘুম থেকে উঠতে পারি।
- মাজহারুল হক চৌধুরী


যে কোন সাফল্যের পর অদ্ভুত আনন্দ হয় এখন আমার খুবই ভাল লাগছে নিজেকে সেমনত্মী মনে হচ্ছে। আমার ফ্রেন্ডশিপ এ ঝামেলা ছিল, এখন সব ঠিক হয়ে গেছে, জ্যোতি আমার সঙ্গে কথা বলছে।
- আমারা বিনতে ইউসুফ সেমনত্মী, ঢাকা


আমার এই মুহুর্তে যতটা ভাল লাগছে, ১৭ বছরের জীবনে আমার এরকম অনুভূতি এর আগে কখনো হয়নি। অন্যের জন্য ভাল কিছু চাইলে যে এতটা ভালো লাগে, তা আমি কখনোও ভাবিনি। নিজেকে চিনতে শুরু করেছি। ইনশাল্লাহ আমি পারব, এই আত্মবিশ্বাস অর্জন করেছি এই কোর্স থেকে।
- তাহিয়া আখইয়ার, ছাত্রী, ঢাকা


মানসিক শক্তি আমার আছে , এত দিন তাই জানতাম না।  এই কোর্সে শিখে গেলাম কি করে মানসিক শক্তিকে জাগ্রত করে , মনকে বসে এনে Positive Attitude তৈরি করতে, ধৈর্য ও সহনশীল হতে হয়।
- নাছির উদ্দিন আহমেদ, Sr. ASP Police Head Quarter


নেতিবাচক মনোভাব পরিহার করতে পেরিছি। আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, আমি পারি এবং পারব, ইনশাল্লাহ। আমি একজন উচ্চপদস' কর্মকর্তা, দেড় বছরে একদিন সি এল ছুটি ভোগ করার সুযোগ হয়নি, দায়িত্বপূর্ণ পদে কর্মরত থাকায় অদ্য (রবিবার) অফিস কাজে যোগদান না করে কোর্সের নিয়মিত ক্লাসে উপসি'ত ছিলাম। সেন্টারে গিয়ে বসের উপর প্রোগ্রাম করি, বস এস এম এস করে এবং বিরতির সময়ে কল ব্যাক করি। কিন' আমার অনুপসি'তি সম্পর্কে কুটক্তি করেনি। বসের কাছ থেকে এ ব্যবহারটা আমার কাছে আশ্চর্য বলে মনে হয়েছে। ধন্যবাদ এই আল্ট্রামাইন্ড সিস্টেমকে।
- কোহিনুর বেগম, GM (Admin) RPGCL, An Enterprise of Petrobangla

  
অনেক Confidence। নিজের ভেতর থেকে এক ধরণের অনুপ্রেরনা পাচ্ছি। আশা করি এখান থেকে বের হয়ে ইনশাল্লাহ কিছু করতে পারব নিজের এবং মানুষের কল্যাণে। ৩ দিনেই Telepathy খুব সম্ভব ৩০% আয়ত্বে এসেছে। আশা করি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। পড়াশুনায় অমনোযোগী হয়ে পড়েছিলাম, আশা করি সাফল্য পাব।
- নাশীন নূর, Student, Science & Engineering, BUET


মাত্র তিন দিনেই নিজের মাঝে বেশকিছু পজেটিভ পরিবর্তন লক্ষ্য করেছি যা আমার মনের অসি'রতাকে অনেকাংশেই কমিয়ে এনেছে এবং আত্মবিশ্বাস করেছে। আশ্চর্য ! প্রথম দিনে যে কোর্সটি অবাসত্মব ও অসম্ভব মনে হয়েছিলো। তৃতীয় দিন সেন্টারে প্রবেশ করে পুরোপুরি অপরিচিত একজন মানুষ সম্পর্কে এত নির্ভুল ভাবে Information দেয়া যা আমার জন্য একটি বড় Achievement. প্রত্যেকটি মানুষের মাঝেই আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন তা আমরা নিজেরাই জানি না, নিজের ভেতরের সেই শক্তি বা ক্ষমতা সম্পর্কে জানার এরচেয়ে সুন্দর আর কোনো পন'াই হতে পারে না। সেই পন'াটিই হচ্ছে Silva Ultramind System.
- নূসরাত রহমান চৈতী, Executive, Sales & Marketing, NoVo Holidays



I feel really good by doing this course. This course has helped me a lot. I achieved a lot from this course, if I keep doing practice daily & regularly, I’ll get better and better.

- Md. Hamzah Khondoker, Student, Orient School ‘O’ Level




It shows the Specific way to make the life better & better. It changes the confidence level upper & upper. I am confident that I am at alone as there is change somebody with.
আমার মা বুকে ব্যাথা ছিল যখন আমি ক্লাসে মানুষের উপর কাজ করছিলাম তখন আমি আমার মাকে সাবজেক্ট হিসেবে নেই এবং আল্লাহর রহমতে উনার ব্যথা অনেক কমে গেছে।
- মোনত্মাসির মোরশেদ, ঢাকা

আমি ব্যক্তিগত ভাবে সিল্‌ভা আল্ট্রামাইন্ড কোর্সের প্রতি কৃতজ্ঞ। আমার অনুভূতি বর্নণাতীত। এই কোর্সের মাধ্যমে যেমন নিজের আত্মার উন্নতি করা সম্ভব, তেমনি দেশ, জাতি, সর্বোপরি মানবতার সর্বাঙ্গীন কল্যাণ করা সম্ভব। আমি থ্রি-ফিংগার পদ্ধতি ব্যবহার করে সহজে নিরাপদে ও স্বল্প সময়ের মধ্যে বাসায় ফিরতে সক্ষম হয়েছি।
- সানজিদা বাকী, খুলনা মেডিকেল কলেজ, খুলনা

ভাল লেগেছে, নিজের ও মানুষের মঙ্গল করার সুযোগ সৃষ্টি হয়েছে। শেষের দিনে, শেষ পরীক্ষায় অলৌকিক ভাবে অজানা ও অদেখা সব জিনিস সম্পর্কে ঠিক ঠিক বলে দিতে পেরেছি। আমার এ ক্ষমতা সম্পর্কে এতদিন ধারণা ছিল না। আরো আগে যদি এ কোর্সটি করতে পারতাম তাহলে কতই না ভাল হতো।
- এ এফ এম লুৎফুল্লাহ 




Very positive feelings. learned new thinks about life and surroundings. Exited to use and utilize it in my life & for social welfare. I wanted two people to be good & loving with me, and one of them really did that. 

Syed Harun is a nice person with lot of knowledge that inspired me. To him life seems very simple & chaos free which I liked most.

- Sheikh Awalia Sheefa, Dhaka

আমি গভীর ভাবে অনুধাবন করতে পারলাম আমার যখন ২ বছর আগে শুনেছিলাম তখন এখানে আশা উচিৎ ছিল। এই তিন দিনে আমি যতটুকু বুঝলাম ততটুকু, তাতে মনে হয় মানুষ অনেক কিছু করতে পারে । আমিও অনেক কিছু করার ক্ষমতা রাখি। কোর্স চলাকালীন থ্রি ফিংগার টেকনিক ৪টি সাফল্যে মনে রাখার মত।
- নাসরিন আখতার, ঢাকা

প্রায় দুই মাস আগে বগুড়ায় ফিজিও ডা. সাখাওয়াত সাহেবের কাছ থেকে জেনেছিলাম আল্ট্রামাইন্ড কোর্সের মাধমে আমার  আমার ছেলের সংকোচ, সিদ্ধানত্মহীনতা ও মানসিক অবস'ার উন্নতি সম্ভব।
মানুষের সহজাত ক্ষমতা সম্পর্কে আমার ধারণা পরিবর্তীত হয়েছে।
Mind Control  এর মাধ্যমে অসাধ্য সাধন করা এত সহজ ও সম্ভব এ সম্পর্কে জানলাম এখানে এসে।
- লে:কর্নেল মো: রাশিদুল হাসান, এন সিও ট্রেইনার, বগুড়া ক্যান্টনমেন্ট, বগুড়া
 
আমি বিশ্বস করতে পারি নাই যে, আমি  নিজে নিজে আমার নিজের এবং অন্যের জন্য এতো উপকার করতে পারি এই কোর্সের  মাধম্যে। এই কোর্স করতে পেরে সত্যিই নিজের মধ্যে আমি গর্ব বোধ করি। এই কোর্স চলাকালীন অঅমি এখান থেকে অনেক ধর্মীয় ও সামাজিক শিক্ষা পেয়েছি যা আমার অনেক উপকার করেছে। এটি আমার জীবনের মবচেয়ে বিস্ময়কর জিনিস, যা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে । 
- নবী আল কাভী, ঢাকা

আল্ট্রামাইন্ড কোর্সে শেখা টেশনিক ব্যবহার কওে আমি আমার দীর্ঘ দিনের পায়ের পাতার খারাপ ধরনের  সোরিয়াসিস (এক ধরনের চর্ম রোগ) থেকে মুক্তি পেয়েছি। নিয়মিত প্র্যাকটিস এর মাধ্যমে মহান আল্লাহ্‌ তায়ালার রহমতে আমি এই বয়সেও সুস' সবল ভাবে জীবন জাপন করছি।
- চৌধুরী যুবায়ের পাশা, অবঃ কর্মকর্তা জাপান দূতাবাস 
I Liked it. I managed to do almost everything the instructor told us to do and enter deeper level of my mind. I become a small scale psychic.

I stopped a sudden throbbing chest pain yesterday during class using the three finger technique.

- Santona Tuli, Dhaka
 
অনুভূতি ঃ এখানে অনেক গুলো টেকনিক শেখানো হয়। তিন দিন সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। তবে যা শিখেছি তা প্রয়োগ করতে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব বলে আমি মনে করি। অনুভূতি ভাল।
সাফল্য ঃ নাম ও বয়স জেনে একটা অচেনা মানুষ সম্পর্কে ধারণা করা আমার কাছে বিরাট সাফল্য বলে মনে হচ্ছে।
- সৈয়দা সানজিদা শারমিন, ঢাকা

অনুভূতি ঃ আগের চেয়ে ভাল অনুভব করছি, আমার এতদিনের চিনত্মার বিষয় গুলো যে অপ্রাসঙ্গীক ছিল তা বুঝতে পারলাম। আমার চিনত্মা করার ক্ষমতা যে এতটা ব্যপক তা এই কোর্সের মাধ্যমে জানতে পারলাম।
সাফল্য ঃ রাতে বিছানায় শুয়ে কাউন্ট ডাউন করলে ঘুম চলে এসেছে। থ্রি-ফিংগার করে  তাড়াতাড়ি গনত্মব্যে পৌছে গেছি। ২য় দিনে  ও তৃতীয় দিনের পরীক্ষায় আমি আশার চেয়ে বেশী ফল পেয়েছি যা আমি চিনত্মাও করিনি।
প্রশিক্ষক সম্পর্কে ঃ প্রশিক্ষক হিসাবে হারুন ভাই খুব ভাল, আমি প্রথম এমন একজন মানুষ দেখলাম যিনি একদম ক্লানত্ম হন না, সবসময় ওনার মুখে শানিত্ম শানিত্ম ভাব। এক কথায় উনার অনেক এনার্জি।
- ফারজানা আক্তার, ঢাকা

অনুভূতি ঃ অসাধারন একটি ব্যাপার। আসলে অসম্ভব বলে কিছু নেই। জীবনের অর্থ আজ বুঝলাম। কেইস ওয়ার্ক করে অপরিচিত ব্যক্তি সম্পর্কে, এমনকি তার ব্লাড সুগার লেভেল পর্যনত্ম বলতে পেরেছি। আল্লাহকে ধন্যবাদ।
সাফল্য ঃ কোর্স চলাকালীন সময়ে আমি এলার্জির সমস্যা থেকে রেহাই পেয়েছি। আশা করছি ভবিষ্যতে আরও কিছু করতে পারবো।
প্রশিক্ষক সম্পর্কে ঃ প্রশিক্ষক হারুন সাহেব সম্পর্কে বলবার মত কিছুই নেই। বেস্ট বললেও মনে হয় ভুল হবে।
- মোঃ কাউয়ুম হাসান, ঢাকা

অনুভুতি ঃ একটি ধারণা যা সমন্ধে কিছুটা শুনেছি, আলাপ করেছি, সেই বিষয় গুলো প্রচন্ড ভাবে অনুধাবন করতে পেরে আমি সত্যিই খুবই আত্ম-তুষ্ট। মনের অনেক গুলো প্রশ্নের সঠিক উত্তর ও নির্দেশনা পেয়েছি।
প্রশিক্ষক সম্পর্কে ঃ হারুন ভাই এর একনিষ্ঠ চেষ্টা এবং তার প্রশিক্ষণ পদ্ধতিতে আমি সত্যিকার অর্থেই অভিভূত এবং সন'ষ্ট হয়েছি। তিনি অসম্ভব পরিশ্রমী, কাজের প্রতি সর্বোচ্চ সততা সমৃদ্ধ এই লোকটির সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
- উপল মাহমুদ

অনুভূতি ঃ মনজগৎ কে সুন্দর ও প্রত্যক্ষভাবে চিনলাম।
সাফল্য ঃ ওপেন হার্ট সার্জারির কারনে বুকে ব্যাথা অনূভব করতাম বিশেষ করে রাতে ঘুমানোর সময়। কাউন্ট ডাউন পদ্ধতিতে এখন ব্যাথা মুক্ত ও ওষুধ ছাড়া ঘুমাই।
প্রশিক্ষক সস্পর্কে ঃ অসাধারণ গুণের অধিকারী। শিখানোর ক্ষমতা অসাধারণ।
- মোঃ এনায়েত কবির

বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার ফলে আমার ভুঙ্গুর মানসিক উন্নয়নের আমি এই কোর্সে অংশগ্রহণ করেছিলাম। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মাত্র তিন দিনের মধ্যেই এই কোর্স করে জীবনের বড় দুর্যোগ থেকে আমি মুক্ত হয়ে আমার আত্ম-বিশ্বাস ও আত্ম-নিয়ন্ত্রন এর ক্ষমতা ফিরে পেয়েছি। অসাধারণ এই কোর্সের জন্য আমি আমার সহকর্মীর কাছে কৃতজ্ঞ।
- মোঃ তারেক হাসান, অফিসার, সিটি ব্যাংক লিঃ

অনুভূতি ঃ খুব ভাল লাগছে বিশেষ করে স্রষ্টার অসীম সৃষ্ট্রির উপলব্ধি করতে পেরেছি। মানুষ আশরাফুল মাখলুকাত তার স্রষ্টার এই কথার প্রমান পেয়েছি।
সাফল্য ঃ আমার আত্ম-বিশ্বাস বেড়েছে ব্যবসায় সিদ্ধানত্ম নিতে পারছি।
প্রশিক্ষক সস্পর্কে ঃ আল্লাহ উনাকে আরো এনার্জি দিক যাতে করে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারেন।
- ইফতেখার হাসান

অনুভূতি ঃ এ কোর্স আমাকে আত্মপ্রতয়ী হওয়ার প্রেরনা যুগিয়েছে। ধর্ম সমন্ধে অনেক অজানা বিষয়ে জানতে পেরেছি। মনে হচ্ছে একটা এমন কিছু অর্জন করেছি যা আগে জানা ছিল না।
সাফল্য ঃ বাম হাতে ব্যথা ছিল সেটা ২য় দিনে আর অনুভব হয়নি।
প্রশিক্ষক সস্পর্কে ঃ চমৎকার একজন উদার মনের মানুষ। অনেক কো-অপারেটিভ, ওনাকে চিরদিন মনে থাকবে।
- ফেনসি আহমেদ

অনুভূতি ঃ অভুতপূর্ব অভিজ্ঞতা, মানসিক ও আত্মিক যোগাযোগ এনার্জির খেলা। এসবের সত্যিকার প্রয়োগ যে সম্ভব, এখানে না এলে কখনোই জানা হতো না। আমি নিশ্চিত আমার জীবন আজ থেকে অন্যরকম হবে।
সাফল্য ঃ আমার মেয়ের খাওয়া ঘুম এবং জেদেও সমস্যা রাতারাতি উন্ন্‌য়ন।
প্রশিক্ষক সস্পর্কে ঃ এভাবে প্রশিক্ষক দেয়া হতে পারে ভাবতেই পারি নি। বাংলাদেশের কোন মনো প্রশিক্ষন এত গোছালো এবং উন্নত-ভাবাই যায় না।
- এফ এম শফিউল আযম

অনুভূতি ঃ কোর্সটি ইন্টারেস্টিং এবং শিক্ষামূলক। অনুভূতি ভাল।
সাফল্য ঃ কোর্সটির মাধ্যমে মানব মনের ক্ষমতা সম্পর্কে সজাগ হয়েছি এবং জানতে পেরেছি মনের শক্তিকে কিভাবে ব্যবহার করতে হয়। এই কোর্স প্র্যাকটিস করে আমার জীবনকে বদলে ফেলতে চাই। সুস'ভাবে বাঁচতে চাই।
প্রশিক্ষক সস্পর্কে ঃ হারুন ভাইকে মনে হল আরও আগে কেন আসিনি? আরও আগে আসলে হয়তো আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাকে হয়তো হারাতাম না। আমি সব সময় ওনার সহযোগিতা চাই।
- রহিমা বেগম লিজা




Feelings: I am thankful I come here.
Success: I did well in psychic test.
About Trainer: He is a good person and try very best of him to help other and to make a better world.
- Mahzabeen chowdhury

অনুভূতি ঃ কোর্স করার আগে শুনে যতটা না মুগ্ধ হয়েছি করার পর নিজের উপর আত্ম-বিশ্বাস এত বেশি বেড়ে গেছে যে আরো আগে কেন করিনি মনে হচ্ছে।
সাফল্য ঃ প্রতিটি পরীক্ষায় ভালো করেছি এং যা শিখেছি তাই আমার জন্য সাফল্য।
- ইসমত জাহান

আমার খুব ভালো লাগছে এবং আমি আশাবাদী আমার মাইগ্রেণ সেরে যাবে।
আমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে।
আমাদের প্রশিক্ষক খুব সহজ ভাষায় সুন্দর করে কঠিন জিনিস উপস'াপন করবেন এবং প্রশ্নের উত্তরগুলো বুজিয়ে বলেন যেটা আমার খুব ভালো লেগেছে।
- হোসনে আরা মায়া

অসাধারণ প্রত্যকটি মানুষের নিজের ভেতরে অনন্য ক্ষমতা রয়েছে। তা কিভাবে অর্জন করতে হয় আমার জানা ছিলনা। এই কোর্সেও মাধ্যমে সেগুলো সন্ধান ফিরে পেয়েছি, আত্ম-বিশ্বাস পেয়েছি, মানসিক উন্নতি সাইকিক ট্রেনিং কোন মানুষের ব্যবহৃত বস' ধরে তার সম্পর্কে বলে দেয়া।
অসাধারণ, তিনি শুধু একজন অসাধারণ প্রশিক্ষকই নন তার লেকচার শুনে আরো অনেক অনেক জ্ঞান পেয়েছি যা আমার চিনত্মাধারার উন্নয়ন ঘটিয়ে।
- কামরুল আরেফিন

প্রথমেই বলি আরও আগে কেন এই কোর্স করলাম না প্রত্যেক এর উচিৎ এই কোর্সটি সম্পন্ন করা এতে নিজের মানব জতীর উন্ন্‌য়ন শতভাগ সম্ভব।
ঘুমের সমস্যা ৮০% লাঘব হয়েছে।
সৈয়দ হারুন ভাইকে ধন্যবাদ জানায়, তিনি যেন শেষ দিন পর্যনত্ম এভাবে মানব কল্যানে নিজেকে উৎসর্গ করে রাখেন। এতে মানব জাতি তার নিজেকে খুজে পাবে।
- মোঃ খলিলুর রহমান

অসাধারন অনুভূতি, আমি আমার ২৩ বছর এর জীবনে এত ভাল অনুভব করিনি, আল্লাহস তায়ালার অকল্পনীয় সৃষ্টিকে ভাল করে জানার জন্য এই কোর্স এর তুলনা হয় না। সমস্যা, এইটা আবার কি জিনিস!! প্রশিক্ষক সৈয়দ হারুন সাহেব একজন, অসাধারন মেধাবী এবং একজন অসাধারন ভাল মানুষ, এই কোর্স এর পর হতে সে আমার জীবন ভাল লাগা মানুষের মধ্যে সর্বত্তম।
- রেজওয়ানুল হক, ছাত্র, আনোয়ার খান মেডিক্যাল কলেজ।

অসাধারন!! (সবার ব্যবহার ভাল লাগলো)। মাইন্ড কমান্ড শুনছে, প্রথম দিন থেকেই কমান্ড দিয়ে প্রথম দিন থেকেই অনেক কিছু করতে পারছি।
- মাহফুজা তাইয়েবা ইয়াসমিন, ডাক্তার, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

প্রতিটি মানুষের জন্য এই কোর্স জরুরী। মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে সক্ষম। বস', জীব জগতের প্রতি ভালবাসা এবং সঠিক পরিচর্যা। অত্যনত্ম সাবলীল ভাষায় কথা বলেন, যে কোন বিষয়কে সহজ ভাবে উপস'াপনে সক্ষম।
- মীর আফছার আলী, বিজনেস (চেয়ারম্যান), এশিয়ান টাউন ডেভেলপমেন্ট।

খুব খুব ভাল . . . . . . .। জীবনের সব চাইতে বড় সাফল্য এক জায়গায় এক নাগারে ৩ দিন বসে থাকতে পেরেছি এক মন এক ধ্যানে এর চাইতে বড় সাফল্য আর কি হতে পারে।
- বিলাস দাশ, বিজনেস, এশিয়ান টাউন ডেভেলপমেন্ট। 


মনের ক্ষমতা অনেক যা সবাই জানে। কিন' এ ক্ষমা কতবেশি এবং আমি নিজে কোন অবস'ানে আছি এ ব্যপারে বেশীর ভাগের কোন ধারণা নাই। এখানে এসে আমি এ ব্যপারে জানতে পেরেছি এবং কি ভাবে তা বৃদ্ধি করা যায় তাও জেনেছি। প্রশিক্ষনের পদ্ধতি সূচিনিত্মত এবং সু-সংঘঠিত সম্পূণ্য নূতন এবং জটিল একটি বিষয়কে প্রশিক্ষন অত্যনত্ম সাবলিল ভাবে উপস'াপন করেছেন।
- মোঃ আব্দুল্লাহ খান, অধ্যাপক।





























No comments: